তুমি স্ব যতনে গড়েছে সোনার কায়া
আজো সঁপে দিতে পারিনি তোমায় হিয়া ।
ভুল পথে হোঁচট খেয়ে ফিরি বারে বারে
তবু, অপার ভালোবাসায় নাও আপন করে ।
প্রতি পদে করি ভুল
তুমি ছাড়া নেই কূল ।
তোমার ভালোবাসা বুঝদার ক্ষমতা আমার নেই
হৃদয়ে সঞ্চিত আছে কিঞ্চিৎ মমতা, ধরিয়ে দাও খেই ।
নাই নাই, তুমি হীনা কোন ঠিকানা তো নাই
দয়া গুনে ক্ষমা করে দর বারে দিও ঠাঁই ।
দিবা স্বপ্নে তোমায় কর্মে যেন পাই
তুমি ছাড়া কোন গন্তব্য যে নাই ।
তুমি যে আমার হীরার খনি
তুমি যে আমার নয়ন মণি ।
তুমি যে আমার অন্তর যামী,
ধন সম্পদে চেয়ে তোমার নৈকট্য সেতো অনেক দামী ।
অন্ধকার নয় আলো দাও
শূন্যতা নয় পূর্ণতা দাও ।
দুর্বলতা নয় শক্তি দাও,
ভালোবাসায় আলোক রশ্মির উজ্জ্বলতা দাও ।
ভালোবাসব নিবিড় ভাবে উন্মুক্ত গোপনীয়তায়
ধ্যান করব একান্তে তোমার প্রেমের মোহনায় ।
তোমার পথে যাব মিশে পার্থিব উপাসনায়
তোমাতে সঁপে দেব হিয়া প্রত্যাশার কামনায় ।
কৃপা কর মোরে, দাও সঠিক পথের দিশা
তোমার তরে ভাসাব জীবন দ্বীপ্ত প্রত্যাশা ।
নাই নাই, তুমি হীনা কোন ঠিকানা তো নাই
দয়া গুনে ক্ষমা করে দরবারে দিও ঠাঁই ।
৩০/১১/২০১৫ ইংরেজি ।