মনোহরি পাখির রঙ্গিন ডানা
মন মাঝারে হারাতে নেই মানা ।
স্বপ্নলোকের পরি পালক উড়িয়ে
বসন্তের প্রহর দেয় রাঙ্গিয়ে ।
তোমার কোমলতায় ভরা সজীব হাসি
স্পর্শের অনুভূতিতে সজ্জিত রাশি ।
মন ঘুমন্ত অবস্থায় ও যেন প্রাণবন্ত
জীবনে আসবে না আর বসন্ত ।
অভিলাষি কষ্টের বুক চিরে
আগামীকে ডাক দিয়ে নীড়ে ।
ভাঙ্গা পাঁজর সৌর তাপে
অবুঝ মনের ধাপে ধাপে,
স্তূপাকৃতি মরুভূমি শুষ্কতার মত
চৈত্রের মর মরে পাতার মত,
হৃদয় শুকিয়ে হচ্ছে নিরুত্তাপ
অতীত, এখন উষ্ণতার উত্তাপ ।
২২/০৮/২০১৬ ইংরেজি,
রাত ১২:১৪ মিনিট ।