কবিতা র স্পর্শ
- লিখনে মোহাম্মদ আজিজুল হক (রাসেল)
কবিতা, তোমাকে স্পর্শ করা হয় না কতদিন হয়ে গেল।
এখন ঠিক মনেও করতে পারছি না কতদিন আগে আমাদের দেখা হয়েছিল।
ডায়েরির পাতা উল্টালে বুঝতে পারব কতটা দিন কেটে গেল।
সময়ের কাঁটা টিকটিক করে ধাবিত হয়,
তেমনি করে, জীবন চলার পথটাও অতিক্রান্ত হয়।
আজ ইচ্ছে করলেই তোমাকে স্পর্শ করতে পারছি না
অথচ এই তো কিছুদিন আগের কথা
অনেক সময় তোমার স্পর্শে কাটিয়ে দিয়েছি নিরবে নিভৃতে।
জানো কি, আগের দিনের মতো সাদা মনের মানুষ আর নেই,
তিলে তিলে বিস্তৃত নৈরাজ্যের মাঝে হারিয়ে গেছে খেই।
অন্যায়কে মানুষ এখন ন্যায় ভাবছে, আর,
ন্যায়ের নীতি অন্ধকার প্রকোষ্ঠে গুমড়ে গুমড়ে কাঁদছে।
তোমাকে নিয়ে কল্পলোকের রাজ্যে যাওয়া হয় না
ভরা পূর্ণিমায় সমুদ্রের পাড়ে মৃদু বাতাসে হাটা হয় না
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে আলাপচারিতা ও হয় না,
হয় না কৃষকের কষ্টে গাধা জীবন কাহিনী গল্প বলা।
হাজারো অন্যায়ের ভেতরে আমাদের পথ চলা
এতো কাছে থেকেও হয় না কাঙ্খিত দেখা।
কবিতা, তোমাকে অনেকদিন স্পর্শ করা হয় না
না না সবাই আবার অন্য ভিন্ন কিছু ভাববেন না।
গদ্য লিখার ইচ্ছে থাকলেও পদ্মফুলের গায়ে লেখা হয় উঠেনা।
কবিতা তুমি ভালো থেকো অগণিত সাহিত্যসারথীর ঘরে
মননে মস্তিষ্কে সর্বোপরি জাতির নৈতিক আলোড়নে।
রাত তিনটা ২৪ মিনিট
টোলারবাগ, মিরপুর, ঢাকা।
রোজ শুক্রবার,১৪ ই মে ২০২৪ ইংরেজি, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলহজ্জ ১৪৪৫ হিজরী।
লিখন কাল প্রায় ৩০ মিনিট।