প্রতিটা ধাপে ধাপে নির্দেশনা লুকায়িত থাকে
আনন্দ বেদনা জীবনের প্রতিটা বাঁকে বাঁকে ।
তোমার বন্দনায় কাব্যিকতা আছে
তোমার যাতনায় হৃদয়ের ক্ষরণ নয়তো মিছে ।
অন্ধকারকে আলেয়া ভেবে হয়ে যায় ভুল
জীবনের অংক মিলাতে না পাওয়া যায় কূল ।
পদে পদে পরি বিপদে, সঁপি অন্যেরে আহার
কষ্ট গুলি হবে কি আর কায়ার বাহার ?
তোমার দেয়া দুঃখ সয়ে নিতে পারি
তোমার সুখের জন্য দেব মনের সাথে আড়ি ।
তুমি যে আমার স্বপ্নে পাওয়া অপরূপা নারী
অপূর্ণতা শুধু তোমায় আনতে পারিনি বাড়ি ।
মম অন্তরে এক কূপ খোঁড়েছি রাখতে সোনালী স্মৃতি
কুয়া থেকে ভেসে না আসে সুরেলা কোন গীতি ।
ভুলেছি বৃক্ষের ছায়া
অন্তরে আস্তিন মায়া ।
এ প্রাণ সঁপেছি তোমার তরে
আপন করতে পারব না অন্য কাহারে ।
তুমি হীনা জীবন যেন শুষ্ক বালুচর
বল দেখি কেমনে বাঁধিব তুমি বীণা ঘর ?
০২/০৩/২০১৭ ইংরেজি । রাত ১: ৪৩ মিনিট ।