মানবিকতার জানালা জরাজীর্ণ
পদে পদে ভূলন্ঠিত ন্যায় নীতি।
ভীত হারিয়েছে ঐ জানালা
খেসারতে আমার সোনার বাংলা।

জনসংখ্যা আধিক্য ও বৈরী অনুশাসন
অনিশ্চয়তার মানসিক চাপে জনগণ,
অমাবস্যা ঢেকে দিয়েছে ঊষার কিরণ
অগ্রগতির পথে যুক্ত হাজারো বারণ।

নর পিশাচের থাবায় জাতি বিচলিত
শিশু থেকে বৃদ্ধ হচ্ছে অপমানিত।
উন্মুক্ত মঞ্চে করলে তাদের বিচার  
বন্ধ হবে সমাজের সব অনাচার।