বাগানে বহে পুষ্পের সৌরভ
সন্ধ্যায় পাখি করে কলরব ।
যৌবনের তরী বয়ে চলে সতেজ উপত্যকায়
গল্পকার কথা বলে খাতার পাতায় পাতায় ।
নদীর অববাহিকায় গড়ে উঠে সভ্যতা
অযাচিত কর্মের ফলে নদী হারায় নাব্যতা ।
বিলীন হয়ে যায় জীবন বিলীন হয় জাতি
সময়ের কাছে হেরে গিয়ে সভ্যতার হয় ইতি ।
কালের গহ্বরে পড়ে থাকে ইট সুর্কীর দেয়াল
প্রত্নতাত্ত্বিকের মাথায় চাপে ইতিহাস অব মুক্তির খেয়াল ।
খুঁড়ে খুঁড়ে বেড় করে ইতিহাসের প্রকৃতি
আধুনিক জাদুঘরে শোভা পায় ভগ্ন শহরের ইতি বৃত্তি ।