মন পবনে ভেসে বেড়ায় স্বপ্ন রাশি রাশি
চাইলেই কি পাওয়া যায় বাধ ভাঙ্গা খুশি ?
সংসার ধর্ম সমাজের বাস্তবতার বেড়াজালে
চাহিদার যোগান দিতে নিজেকে হারালে ।
আকাঙ্ক্ষার পেছনে ছুটে ব্যস্ত চরা চরে
চাওয়া পাওয়া রয়ে গেল অগোচরে ।
মনের ব্যথা ঢেকে রেখে সামনে বাড়ায় পা
মাঝে মাঝে শূন্যতায় হৃদয়ে লাগে ঘা ।
হৃদয়ের ক্ষরণ ভেতরের ক্ষত
আপন জনের কাছে ও রয়ে যায় অজ্ঞাত ।
মনের কথা বলতে না পারার অক্ষমতা
তিলে তিলে গ্রাস করে মস্তিষ্কের ক্ষমতা ।
মাঝ বয়সেই দেখা যায় বার্ধক্যের রেখা
কর্মময় জীবনের শেষে পথ চলতে হবে একা ।
গুটিয়ে যাবে একটা চলন্ত প্রবাহের অধ্যায়
ক্ষণিকের স্মৃতি হাতড়িয়ে হারিয়ে যায় ন্যায় অন্যায় ।
কল্যাণপুর, ঢাকা ।
২১ জুন ২০১৪ ইংরেজী,০৭ আষাঢ় ১৪২১ বঙ্গাব্দ,
২২ শাবান ১৪৩৫ হিজরী । রাতঃ ২: ৩০ মিনিট ।