পৃথিবীর পথে প্রান্তরে নদী নালায় ঊর্ধ্ব গগনে
খানিক পথ অতিক্রম করে চলছি সম্মুখ পানে
পৃথিবীর প্রতিটি মানুষের চিন্তা চেতনা সতন্ত্র
সবার চাওয়া জীবনের জন্য শান্তির গণতন্ত্র
শান্তি পাওয়ার আগে যে পোহাতে হয় অনেক যন্ত্রণা
বুঝতে হবে এটা কোন ফকির বাবার মন্ত্র না,
টাকার উপরে লেখা বাণী নয় চাওয়া মাত্র দিতে হবে
অনেক প্রতিকূলতা পারি দিয়ে অর্জন করতে হবে ।
এর জন্য প্রথম শহীদ হয়েছিল কে কবে ?
যুগ যুগ পেরিয়ে গেছে ইতিহাসের, আমাদের টনক নড়েছে সবে ।
পৃথিবীর প্রতিটি মানুষের চিন্তা চেতনা সতন্ত্র
মানুষকে কখনও মনে হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির আধুনিক যন্ত্র ।
একটার পর একটা নতুন কাজের প্রোগ্রাম
হার্ড ডিস্কে সেট করে চলছে অবিরাম ।
কখনও মনে হয়েছে সিন্ধু নদের জল
কষ্টের যন্ত্রণায় চোখের জল করছে ছল ছল ।
কখন ও মনে হয়েছে মরুর পথের যাত্রী
সূর্য অস্ত গেলে নেমে আসে রাত্রি ।
অথৈ জলে করছে মুক্তা আহরণ
জ়ীবনের প্রতিটি বাঁকে নব জাগরণ ।
অন্ধকার থেকে আলোয় আসতে
মন্দ কাজ থেকে দূরে থাকতে
অসহায়ের প্রতি সহায় হতে
অত্যাচারির অত্যাচার রুখে দিতে
হৃদয়ের কোনে বয়ে যায় সুখের জোয়ার
নব জাগরণে আসিবে আলো দূর করে অন্ধকার ।