প্রকৃতির রুদ্ধশ্বাসে সময় যাচ্ছে শোকে
নতুনের কেতন উড়বে চিরায়ত ধরার বুকে ।
আধুনিকতার উৎকর্ষে কৃত্তিমতার বিস্তার
সবুজের অবগাহন থমকে গেছে , নেই নিস্তার ।
শুদ্ধি অভিযানে ভূলোক অবিচল লক্ষ্যে
দৃশ্যত সৃষ্টির শক্তি, তবু আলোর পথ রয় অলক্ষ্যে ।
মনের জীর্ণতা কাটিয়ে ধ্বংস করো ব্যাঙ্গ চিত্র
মানবে মানব প্রেম ঢেলে হও সকলে মিত্র ।
দ্যাখ ইতিহাসের পাতা উলটিয়ে
পম্পেই নিমিষেই গিয়েছিল গুটিয়ে ।
বর্বরতা, বৈরিতা, নগ্নতা ধ্বংসের মূল
আলোর পথে চলো গোঁড়ামি করে নির্মূল ।
অর্থ বিত্ত যুদ্ধাস্ত্র উন্নতির কূটনৈতিক শিক্ষা
আসবে না কাজে, না থাকিলে প্রভুর দীক্ষা ।
আবার সাজবে পৃথিবী নব নতুনের আহ্বানে,
প্রকৃতি প্রহর গোনবে ভাল অন্তরের সন্ধানে ।
১৪ এপ্রিল ২০২০ ইং, ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট, ঢাকা ।