দূর দিগন্তের সীমানায় উজ্জ্বল রবি
ইতিহাসের পাতায় সমুজ্জ্বল স্মৃতির ছবি ।
ক্ষয়িষ্ণু নদে বয়ে চলা স্রোতের রেখা
সন্ধান হয়নি নয়ন দীপ্ত তারার দেখা ।
নীলিমায় নীলাঞ্জনা নীল নয়নে নুনা পানি ঝড়ায়
জীবিকার ঘূর্ণনে জীবনের রথ কত ঘাটে গড়ায় !
চাতুরতায় তুষ্ঠ থলের বিড়াল তিক্ততার রস ঢালে,
সব কিছুই স্বাভাবিক হয়ে যায় সময়ের আড়ালে ।
এঁকে বেঁকে চলে ভাঙ্গা গড়ার পর্যায় সারণী
অমোঘ অতৃপ্তিতে নিভৃতে লাফায় ধমনী ।
রসায়নের সন্ধিতে সৃষ্ট মহাসিন্ধু
জাগতিক জীবন নিছক ক্ষুদ্র বিন্দু ।
৪ ঠা মে ২০১৮ ইং, ১২:৫৭ মিনিট,
কল্যাণপুর, ঢাকা ।