একান্ত আপন যাকে বলে স্বকীয়তা
এখানেই বাস করে সকল দুর্বলতা ।
অজান্তে ছুটে চলা আঁকা বাঁকা পথে
মন হারিয়েছে তোমার সাজানো রথে ।

মোহের চাওয়া হয়নি পাওয়া
তাইতো, নিত্য রাতে চলে দাওয়া ।  
শান্তির পায়রা চলে গেছে অজানায়
অন্ধকার ঘরে বিচলিত আবেগী শঙ্কায় ।  

জীবনী শক্তি হ্রাস পায় সময়ের নায়ে
লুকিয়ে থাকা কষ্ট জ্বলে গহিন হৃদয়ে ।
চন্‌মনে প্রান্তর করে মরুভূমি
স্মৃতির পাতায় সরব থাক তুমি ।

স্বেচ্ছায় মনের দরজায় দিয়ে তালা
ভাটির স্রোতে ভেসে গেছে ভেলা ।
অতৃপ্ত আশা অশান্তির জালে বন্দি
ভুলে ভরা ছিল আবেগী সন্ধি ।


২৩/১০/২০১৮ ইং, রাত ১ ১৪ মিনিট
মঙ্গল বার ৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ ।