প্রাত প্রভাতে সকাল সাঁঝে
মনের শুদ্ধি ইবাদতের মাঝে ।
মনের কালিমা দূর হয়ে যায়
হিংসারা সব আপন পথে ফিরে যায় ।

ভাল কাজের তাগিদ জাগায় প্রাণে
মন ভরে যায় সুরভী ফুলের ঘ্রাণে ।
আপন কর্মে আসে অধিক উৎসাহ
সমস্ত ভাল কাজেই অটুট থাকে আগ্রহ ।

প্রাত প্রভাতে সকাল সাঁঝে
মনের শুদ্ধি ইবাদতের মাঝে ।
ইবাদতের মাঝে আছে আল্লাহ্‌র অশেষ রহমত
ইবাদত গড়ে তুলে পরকালের ইমারত ।