তুমি কখনো জানলে না
জানতে চাও নি কোন দিন,
তোমার সুখের লাগি রাত্রি দিন
কত যে কাটিয়েছি নিদ্রা বিহীন ।
জানলে কষ্ট পাবে বলে বুঝতে দেইনি,
কাঙ্ক্ষিত ভালোবাসাটুকু কিন্তু তোমা হতে পাইনি ।
কত যে ঝড় উড়ে গেছে বুকের উপর দিয়ে
যখন যা পেরেছে সমূলে গেছে নিয়ে ।
রুদ্ধ হয়ে এসেছে চলার পথ
তবু যে থামেনি জীবনের রথ ।
আষ্টেপৃষ্ঠে আক্রে ধরে দারিদ্র দিয়েছে থাবা
এতো কষ্টের মাঝেও থামেনি তোমায় নিয়ে ভাবা ।
ইচ্ছে গুলি জলাঞ্জলি দিয়েছি তোমার তরে
ভেবেছিলাম জীবন একদিন উঠবে ভরে ।
নীল কষ্টের রঙ বদলে যাবে বাহারি সব অঙ্গে
তোমার ভালোবাসায় পূর্ণ হব চৈতালী সঙে ।
লুকায়িত ইচ্ছে গুলি রয়ে গেছে অন্ধকার টানেলে
তোমার পিছনে দেয়া শ্রম গেল বিফলে ।
চেয়েছ তুমি স্বপ্ন সুখের বাসা
ওই খানেতে পোড়া মন কুন্ঠাসা ।
তোমার স্বপ্ন আপন করে ভেবে
পরিশ্রমের সাগরে থেকেছি ডুবে,
গড়া হয়ে উঠেনি অমন সুন্দর ভবন
সম্মুখে গেছ তুমি, পিছনে ফেলে এ মন ।
পাওয়ার চাহিদা দিনে দিনে গেছে বেড়ে
মনের আজব চাহিদা এ ভবের সংসারে ।
বলতে না পারা ভাব গুলি গুমরে মরে অন্তরে
হৃদয়ের রক্তক্ষরণ হয় শুধু বুকের অভ্যন্তরে ।
কোন চোখ দেখে না সেই রক্তের স্রোত
এ যে নিখুঁত ভালোবাসার প্রাকৃতিক খুঁত ।
রাত ০১:৫৮ মিনিট, (২১৩)
১৩/০৪/২০১৫ ইংরেজি, ঢাকা ।