একটা বিষয় খুঁজছি কিছু লিখব বলে
সব কিছুর মাঝেই তুমি আসছ চলে ।
এ এ এটা কিন্তু ঠিক না, সারাক্ষণ যদি তুমি তুমি ভাবি
অন্যরা যে ইর্ষা করে বলবে দেখ কি লেখাচ্ছবি ।
ঐ তুমি থেকেই বেরুতে পারেনি সে এর কি লিখবে
সমাজের দর্পণ হয়ে সে কিই বা ভাববে ?
কেন জানি মন জোড়ে তোমার বিচরণ
ইচ্ছে করেও ওখানে হচ্ছে না অন্য কিছুর বিচ্ছুরণ ।
আলো নেই তবু সব কিছুই স্বচ্ছ নিহারিকা
অন্ধকার নেই তবু যেন কালোর পাদ টিকা ।
তোমাতে সব বিলিয়েছি উর্বর পলি বলে
ফলবে কি ফসল জগতের ডামাডোল ।
লিখে যাই তোমার বন্দনা
আক্ষরিক অর্থেই পাওয়া না পাওয়ার বেদনা ।
এ হৃদয়ের মানচিত্রে তোমার প্রতিচ্ছবি
বিরহের বেদনায় এবার লিখব পল্লবী ।
তুমি ছাড়া এ ভূ-খণ্ড শীতের মর্মর পাতা
তুমি এলে জেগে উঠে বসন্তের সজীবতা ।
তুমি হীনা এ প্রাণ যেন বন্দি পাখির খাঁচা
তুমি ছাড়া আমিতে আর হবে নাতো বাঁচা ।
মায়াবী ওই মনে লেগে গেছে মায়া
হায় ! আমার উঠানে পরবে না আর তোমার ছায়া ।
ভাবলেই কেমন আপন হতে পারিনা তো নিজের সাথে
কেমন করে বিরহ এসে গেল চলার পথে ?
চাইনি এ ছেদন ভালোবাসার সাগরে
এ কেমন খেলা বল জগৎ সংসারে ?
এ হৃদয়ের মানচিত্রে তোমার প্রতিচ্ছবি
বিরহের বেদনায় এবার লিখব পল্লবী ।
০৮/০৩/২০১৭ ইংরেজি, রাত ১ ৫০ মিনিট, কল্যাণপুর, ঢাকা ।