উড়ো উড়ো মন করে দুরু দুরু
এভাবেই কি হয় পথ চলা শুরু ?
শত বাঁধা তুচ্ছ মনে হয় তবু জাগে ভয়
কি করে করব তোমায় জয় ?
এ কেমন অতৃপ্ত প্রত্যাশা ?
মন খুঁজে পায় না পরিভাষা ।
এ এক অদ্ভুত অনুভূতি ?
হৃদয়ের নেই ধরা বাঁধা গতি ।
যখন তখন ভাবছি তোমায়
এ কোন গহ্বরে নিয়ে যাচ্ছ আমায় ।
এর নাম যদি হয় প্রেম হয় ভালোবাসা
তাহলে পূর্ণতা পাচ্ছে অব্যক্ত আশা ।
বিরহে যদি না পোড়ে মন
অভিমানে যদি না যায় ক্ষন
বন্ধনের দৃঢ়তা অনুভবে আসে না
বিদায়ী লগ্ন গুলো নিরবে কাঁদায় না।
এ কেমন আনমনে পথ চলা ?
অন্তরের কথা গুলি হয় না বলা ।
প্রাণোচ্ছল ছন্দ দোলা দিয়ে যায় মনে
এ মনের ঠিকানা ঐ হিয়ার সনে ।
৭/১২/২০১৬ ইংরেজি ।