ওরে আমার হীরামন পাখি
তুই আমারে চিনছ নাকি ?
আমি তরে বাসলাম ভালো মন উজাড় করে
তাই বুঝি অন্তর পুড়ে কালো মাটির ঘরে ।
সোনা পুড়ে খাঁটি হয় আগুন শিখাতে
অন্তর পুড়ে ভস্ম তোর আঘাতে ।
আর কত পোড়াবে এই না মাটির দেহ ?
অন্ধকারে তলিয়ে গেলে ভাঙ্গবে বুঝি মোহ,
জানি হাতটি ধরবে না আর পেছন পানে ফিরে
সুখের ছোঁয়া রয়ে যাবে যোজন যোজন দূরে ।
অগোচরে থেকে যাবে পুড়া ভালোবাসা
পথ ভুলে ও আসলে পরে হবে না নিরাশা ।
ওরে আমার হীরামন পাখি
তুই আমারে চিনছ নাকি ?
১০ আষাঢ় ১৪২১ বঙ্গাব্দ, ২৪ মে২০১৪ ইংরেজি,
২৫ শাবান ১৪৩৫ হিজরী । রাত ০২: ৫২ মিনিট ।
কল্যাণপুর, ঢাকা ।