পার্থিব সময়ের ক্ষনিক বিচরণ
জীবনের ভাঁজে ভাঁজে আলোড়ন
আঁকা বাঁকা বন্ধুর পথে পথে
চলন বলন আপনের সাথে ।
নিয়তির কষাঘাতে বাস্তবের কষ্ট
পথ পরিক্রমায় মাথা হয় নষ্ট ।
তবু বয়ে যেতে হয় জীবনের ঘানি
রেখে যেতে হয় অস্তিত্বের পথ খানি ।
কোরায়ে নেবে কেউ বিষের নীল তত্ত্ব
কেউবা নিবে অতীতের কিছু স্বত্ব ।
চলার পথের আধারিতে হবে আলোকবর্তিকা
পিছে ফেলে আলেয়ার ধূসর মরিচিকা ।
১১:৪৪ মিনিট,
০১/০৩/২০১৮ ইংরেজি ।