ছাড়ছে না কেউ লাল গালিচা সংবর্ধনার লোভ
গায়ে জ্বলে অগ্নি শিখা অন্তরে জ্বলে ক্ষোভ ।
নিরীহের উপর অত্যাচার চলে বারুদের আঘাতে
গণতন্ত্রের গায় বুলেটের জ্বালা ময় চিহ্ন, ক্ষমতার ব্যাঘাতে ।
রাজ পথে রক্ত ঝড়ে নির্বিচারে,
তাড়া করে ভয়,
কখন কি হয় !
তেজ দ্বীপ্ত প্রণোচ্ছল জীবনে মুহূর্তে নেমে আসে অবসাদ
দেশের মানুষ পাচ্ছে না মূল গণতন্ত্রের রঙ্গিন প্রাসাদ ।
মানবতার জন্য কাজের নাম হয় যদি মহত্ত্ব
সেখানে কি আছে মানুষ মারার স্বত্ব ?
এ কোন মানবতার কাজ সময়ের আবহে পরিলক্ষিত
এর নাম কি গণতন্ত্র ? যাহা চলছে চারিদিকে ইহা কি কাঙ্খিত ?
অশান্তির কালো ছায়া কেড়ে নিচ্ছে শান্তির আশ্রয় স্থল,
অন্যায় আঘাতে ঝড়ছে আবাল বৃদ্ধ বনিতার অশ্রু জল ।
গণতন্ত্র আর কত রক্ত হলে তুমি
প্রতিষ্ঠিত হবে আপন মহীমায় ?
দাঁড়াবে সগৌরবে ভেঙ্গে দিয়ে উচ্ছৃঙ্খলতা বন্ধনহীন নীড় ।
উদ্দীপ্ত তরুণ ছড়াবে আলো সমুচ্ছলে তোমার ছায়ায়
শান্ত বাতাস বয়ে যাবে কিশোরীর গায়
মনের আনন্দে হাড়াবে প্রাণের মেলায় ।
দ. পাইকপাড়া, ৩/১২/২০১৩ ইং,