সবুজে সজীব কোমল স্বর্ণলতা
নিবির আলিঙ্গনে নিরবতা।
আবদ্ধ হলে লতার জালে
মেলেনা মুক্তি আবহ কালে।
লতার ডগায় স্মৃতির পাতায়
সোনালী দিনগুলি সাতরায়।
উন্মুক্ত বৃক্ষের বক্ষ ডালে
লতা ছন্দময়তায় দোলে।
বৃক্ষের রস থাকিতে নাই ভয়
বায়ু মন্ডলে হবে না তার ক্ষয়।
কান্ডের কান্ডারি শ্বাসমূল
লতায় জড়ালে নাই কূল।
১০/০৬/২০১৮ ইং,