এতো গুলি বছর কেটে গেল,অথচ
এখনো আমাকে চিনতে পারলি না,
আমি হেরে গিয়ে তোকে চিতিয়েছি
তুই যেন কষ্ট না পাস, চোখে জল না আসে ।
জানিনা ভেবেছিলি কিনা এমন করে
কেন তোর কাছে হারি বারে বারে
কোন সংজ্ঞায় সঙ্গায়িত করতে পেরেছিস কি ?
উপসংহারে দাড়ি টানলি কি দিয়ে ?
ভবের হাটে ভাবের অভাব নেই
স্রোতের টানে মাঝির পাল নেই ।
এতো কষ্ট দিস তবু যাই ভুলে
হৃদ্য সম্পর্কের ভিত্তি যে অন্ত মূলে ।
তুই যা ভাববি ভেবে নে,
আমার টা আমায় ভাবতে দে ।
জীবনে সুখের ছোঁয়ায় সাঁতার কাট
চলার পথে যেন আসে না বাঁক ।
বন্ধনটা অটুট রাখিস ছেলেবেলার মত
দুঃখ গুলো দিতে আসিছ মনে আছে যত
সব কষ্ট রেখে দেবে মনের সিন্ধুকে
নিজের প্রতি যত্ন নিস, আর ও হা... বিপদে স্মরণ করিস বন্ধুকে ।
৯/০৬/২০১৭ ইংরেজি,