মিথ্যের দেয়ালে হইও না বন্দি
আর করিও না ঠকানোর ফন্দি ।
অন্যায়ের পথ দয়া করে ছাড়
সাদা সত্যের সাথে সখ্যতা গড় ।
অকল্যাণের কল্যাণে নিভৃত হবে
জাগ্রত মানবতায় হৃদয়ে রবে ।
পরিবেশের বিপর্যয়ে হচ্ছে কত কাজ
আধুনিকতায় ঢেকে গেছে চক্ষু লাজ ।
করোনা অতি ক্ষুদ্র কণা দিয়ে যাচ্ছে শিক্ষা
বৈশ্বিক জ্ঞানের পর্দা খুলে নাও মানবতার দীক্ষা ।
প্রাণীকূলে চলছে আজ মানবতার পরীক্ষা
স্রষ্টার কাছে হাত তুলে কর ক্ষমা ভিক্ষা ।
ফিরে চল স্রষ্টার দেয়া আলোর রেখায়
ওপারে যেন কর্মফল উজ্জল দেখায় ।
তালার চাবি তো তোমারই সাথে
সম্পদ যাবে কি বিদায়ের পথে ?
এলোমেলো স্বপ্নের কথা ভুলে
কোরআন সুন্নাহ্ নাও বুকে তুলে ।
২২/০৩/২০২০ ইংরেজি, ০৮ চৈত্র ২০২৬ বঙ্গাব্দ,
২৬ রজব ১৪৪১ হিজরী, রাত ০৯টা ১১ মিনিট, ঢাকা ।