মৃত্তিকা বলল তুমি ভালো নেই
অনেকটা দিন হয়ে গেছে
জীবন আমাদের কে ভিন্ন ভিন্ন
গণ্ডিতে বেঁধেছে লোকালয়ে ।
প্রশান্তি নামের আবেগ গুলি মুক্ত
পাখির ডানায় চড়ে উড়ে গেছে,
ছোট ছোট সুখ গুলি মিশে গেছে
হারিয়ে গেছে দুরন্ত কিশোর বেলা ।
পড়াশোনার পাঠ চুকিয়ে চলে গেলে
দরিয়ার পাড়ে, বেছে নিলে নীরবতা
এর পর আর যোগাযোগ সরল রেখায় হয়নি
সুযোগ যে ছিল না ঠিক তা কিন্তু নয় ।
বিষণ্ণতায় সদিচ্ছার অভাব ছিল
অনেক গুলি বছর কেটে গেল অগোচরে ।
হৃদয়ের কোন এক জায়গায়
ছোট্ট একটা ছিদ্র সঙ্গী হয়েছে সেই কবে ।
অনেক চেষ্টা করেছি হয়নি শূন্য জায়গা পূরণ
চলছি পথে সঙ্গোপনে, মন যে মানে না বারণ,
একাকী প্রকৃতির চোখে ভাসে সেই চাহনি ।
তোমার সেই মিষ্টি হাসিটা এখনো আছে কি ?
ঐ অবয়বে কষ্ট সহ্য হবার নয়
দ্বীপ্ত পদক্ষেপের দৃড়তায় সহযাত্রী হও
চলে এসো সংকীর্ণতা ঝেড়ে ফেলে
হাঁটব না হয় বাকিটা পথ হাতটি ধরে ।
০২/০৬/২০১৭ ইংরেজি, ১১৩৭ মিনিট
কল্যাণপুর, ঢাকা ।