তোমার আঁখিতে স্বপ্ন সুদূর
চোখের নেশায় জন্মে সুর
ক্যানভাসে থাক সুরের অন্তরালে
এ কেমন মায়ার জালে জড়ালে ?
গানের কলি আসে যৌবনের তরীতে
চেষ্টা চলে শুধু মনের ভাষা বোঝতে
ডাগর ডাগর নেত্রযুগল কয় কথা
অন্তরালে গেলে বাড়ে হৃদয়ের ব্যথা ।
আর চোখের পাপড়ি দুষ্টুমিতে ভরা
মুচকি হাসিতে দাও ভিন্নতর সারা,
বুঝা দায় একি অন্তরের ভালোবাসা
না চোখ মুখের দুষ্টুমিতে সবই দুরাশা ।
27.11.2017