বোধের পর থেকে খুঁজছি তোমায়
তোমার ঠিকানা আজো অজানায় ।
ক্ষণিক সময়ের অতিথি হয়ে এসেছ
মনের আঙ্গিনা আপন করে সাজিয়েছ ।
দুরন্ত পথচলায় ক্লান্তির আবেশে
মুহ্যমান হৃদয়ে খুঁজি চারপাশে ।
স্থিতি দাওনি নির্মলতার আবহে
অন্ধকার ঘনীভূত অস্তিত্বের বিরহে ।
যেথায় যাও আলোর শিখা জ্বালো
হারালে পথ চারপাশ হয়ে যায় কালো ।
স্বপ্ন বাসনায় নাও ভাসিয়েছি আসমানী নদে
ত্যাগী অন্তর মাঝে মাঝে হু হু করে কাঁদে ।
তোমার মায়ায় কতটা পথ ছুটেছি
মরিচিকার মায়াজালে নিজেকে জড়িয়েছি,
কষ্টের তিতিক্ষায় রাত দিন করে একাকার ।
চৌকাঠ পেরিয়ে কখন আসবে, ঘুচাবে অন্ধকার ?
১৫/১১/২০১৭ ইংরেজি,
ঢাকা ।