হৃদয় নিঃসৃত রসের কালিতে
লিখছি অতীত রংয়ের তুলিতে ।
আবেগ মস্তিষ্কের কণায় দেয় হানা
বাস্তবতার নিরিখে হরেক রকম মানা ।
শরীরী এ কায়া শূন্য মনে হয়
আয়নার সামনে দাঁড়াতে লাগে ভয় ।
দু দণ্ড শান্তির জন্য সব হয়ে যাচ্ছে ক্ষয়
ধরার এ নিয়ম গুলি কেন এমন হয় ?
আঁখিতে দেখি না পাখি অন্ধকারের ঘনঘটা
শুষ্কতায় হারিয়ে যায় শিশিরের ফোঁটা ।
কোমলতার রেশ নেই কার্যত জীবনে
সুখ পাখি ঘুরে বেড়ায় চাঁদ সূর্যের ভুবনে ।
পাখি শিকাড়ে বসে থাকে আঁখি
একটু ভুলেই পাখি দেয় ফাঁকি ।
নয়ন হতে দূরে গিয়ে চিত্তে দেয় আঘাত
সোনালী আলোয় রঙিন হবে না প্রভাত ।
ক্লান্ত কায়া খুঁজে পায়না ছায়া
অন্তর বুঝে নেয় পার্থিব জীবনের মায়া ।
প্রবাহমান সময়ের স্রোতে প্রত্যেকে ব্যস্ত
তোমাতে করে দিলাম এ জীবন ন্যস্ত ।
২৯-০৪-২০১৭ ইংরেজি,
কল্যাণপুর, ঢাকা ।