ঝরনার জলে স্নান করাব
প্রকৃতির রঙ এ সাজিয়ে দিব
আকাশের নীলে শাড়ী দিব
মাথায় ময়ূরের টিকলি দিব
খোঁপায় গাঁদা ফুল দিব
নাকে সোনার নোলক দিব
কোমরে সোনার বিছা দিব
হাতে রেশমি কাঁকন দিব
তোমায় খুশি দেখব বলে
সঙ্গে দিব একরাশ ভালবাসা ।
প্রখর রোদে ছায়া দিব
গরমে শীতল হাওয়া দিব
প্রতি প্রভাতে ফুল দিব
সন্ধ্যায় শান্তির পরশ দিব
ভুবন ভোলানো সুখ দিব
সুন্দর একটা মন দিব
মনের মাঝে ভাব দিব
সুখের তরী এনে দিব
তোমায় খুশি দেখব বলে
সঙ্গে দিব একরাশ ভালবাসা ।