পাহাড় পাড়ে ঝর্ণা ধারে অনুভবে সখী
বিরহের এ জ্বালা কোথায় তুলে রাখি ।
শান্ত স্রোতের কলতান ধ্বনি মুখরিত মন
বিজন বন্ধনে কখনো কি হওনি আপন ?
জলের কণায় সূর্যের চিক চিক কিরণ
পাথর ইচ্ছে করেও করতে পারে না বারণ ।
প্রকৃতি তার নিপুণ খেয়ালে খেলে যায় দিবা নিশি
বিরহী আবেগে রাখাল নির্জনে বাজায় বাঁশি ।
শান্ত স্রোতের স্বচ্ছ পানি বয়ে চলে অচেনা পথে
জানে না কোথায় মিলিত হবে কার সাথে ।
কারো সে মেটাবে তৃষ্ণা কারো বা ক্লান্তির রেশ
স্মৃতির আলিঙ্গনে একাকীত্বে রেল চলে যাচ্ছে বেশ ।
০৪/১২/২০১৬ ইংরেজি ।