এক দল দুষ্টু কিশোর ছেলে
আড্ডায় মত্ত বটবৃক্ষ তলে
আনন্দে ভাসছে স্কুল ফেলে
দুনিয়ার সমস্ত সুখ ভর করেছে ওদের গালে।

শান্তির খোঁজে গাছের সুশীতল ছায়ায়
গল্পে গল্পে ভাগ করছে বন্ধুত্বের মায়ায়
একে অপরের বিপদে মুষ্টি বদ্ধ করে8 হাত
পাড়ি দেয় পেছনে ফেলে সকল জাতপাত।

দুষ্টু কিশোর দল, চল চল চল
পকেটে নাই অর্থের বল
চল চল চল পদ যুগলে চল,
অর্থাভাবে চোখ জলে ছল ছল।

পরিবারের সামাজিকতায় ওরা আবদ্ধ নানান ধর্মে
প্রভাব ফেলে না তাদের নানাবিধ কর্মে।
মায়ের আদর বাবার শাসন আসে না কাজে
দুরন্ত চলা সাঁঝের বেলায়, নিশি রাতের মাঝে।


সময় বেলা ১০:৫৩ হতে ১১:৩৪ মিনিট।
লেখার স্থান: বোলপুর হতে বর্ধমান (কোলকাতা)।
১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ,
১৯ যিলহজ ১৪৪৫ হিজরী,
২৬ জুন ২০২৪ ইংরেজি।