চেনা চোখ, চেনা দুষ্টু মিষ্টি হাসির পসরায়
তীব্র চুম্বকিয় আবেশে প্রভাবিত হয় না ।
নিয়তির নিয়মে চরম বাস্তবতার গ্লানিতে
আকাঙ্ক্ষা নামের অদৃশ্য অবস্তু উবে গেছে  
তিক্ততায়, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছার আড়ালে ।  
মসৃণ মেঠো পথ শিলা বৃষ্টিতে কাদায় এলোমেলো
চিরায়ত সুন্দরের খুঁজ পেতে রবির সহচার্য প্রয়োজন
পুনরায় সমতট মসৃণ আর বসন্তের সরোবরে সাজাতে ।
দূরত্বের ওপারে দাঁড়িয়ে মননের মানে খুঁজছ
অনেক কাছের চেতনা আজ বহু দূরের অতীত
সংখ্যার আধিক্যে গণনায় আসবে না,
অন্তরের জলে ভাসবে না সবুজ আবরণ ।
শুষ্ক মরুতে চোখের নোনা জল নেহায়াত অপ্রতুল
কষ্টের নীলে ডুবে গেছে ছোট্ট একটি ভুল ।  
শান্তির পায়রা গুলি আশেপাশে উড়ে বেড়ায়
ইঙ্গিতে শুধু মুচকি হেসে কষ্টের তীব্রতা বাড়ায় ।
সোনালি সব স্বপ্ন ছাই এর রঙ্গে একাকার
দু’ দিনের এ দুনিয়া দম ফুরালে বল কে কার ?
দূরত্বের ওপারে বন্ধুর পথে ব্যথিত বন্ধু
অসমাপ্ত পড়ে রবে হবে না বিজয়ের সিন্ধু ।


২৯.০৩.২০১৯ ইংরেজি ।
ঢাকা ।