দুই দুয়ারী সরোবরি রঙের পাখি
দিবানিশি মনের আঙিনায় দেখি ।
মায়ার স্পর্শ দিলে নিরাশার বালুচরে
শূন্য বিহারে অপেক্ষায় জীর্ণ ঘরে ।
দ্যুতি ছড়িয়ে আসবে যেদিন
আনন্দ অশ্রুতে ভাসবে সেদিন ।
ক্রমাগত তিক্ত ত্যাগে মহীয়ান
ভালোবাসার বন্ধনে দীপ্ত বলিয়ান ।
বিষের বাঁশি যে বাজায়, জানে তার জ্বালা
ভালোবাসা ছাড়া পার্থিব জীবন একেলা ।
বিষ বাষ্প হজম করে যে, সেই জয়ী বীর
যতই আসুক তেড়ে বিষ মিশ্রিত সূক্ষ্ণ তীর ।
০৬/০৬/২০২০ ইং, ২৩ জ্যৈষ্ঠ ১৪৪১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪২৭ হিজরী ।
রোজ শনিবার, বেলা ৩ টা ৩০ মিনিট । ভালুম, ধামরাই, ঢাকা ।