সাগরের বুকে ঘূর্ণায়মান বাষ্পে সৃষ্ট নিম্ন চাপ
চারপাশ অন্ধকারে আচ্ছন্ন, অশনি সংকেত,
তরী নোঙ্গর করতে তটের সন্ধানে ব্যস্ত
আগামীর ভাবনায় অস্থির হৃদ যন্ত্র ।
খুঁজে পাই না কূল স্বস্তিতে দাঁড়াবার জন্য,
দুশ্চিন্তায় ভাবতে ভাবতে কেটে গেল সারারাত।
সফেদ মসৃণ তীর তবু চোরাবালি ভেবে হচ্ছে ভয়,
নির্ভরশীল তট খুঁজে বড় ক্লান্ত এক বিদ্ধস্ত নাবিক ।
নুনা জলের সাগরে তৃষ্ণার্ত অন্তর
সু পেয় পানির সন্ধানে সুদূর দৃষ্টি
প্রিয়ার কোমল হাতে থাকবে জলের পেয়ালা
জল পানে জোড়াবে তৃষ্ণার্ত অন্তরের জ্বালা ।
অন্ধকার কেটে আলোর রেখা পড়বে মাটির ঘড়ে
বসন্ত বার্তায় সাজবে প্রকৃতি নতুন সমারোহে ।
ফুলে ফুলে মুখরিত হবে কুসুম কানন, প্রতীক্ষায় যায় ক্ষন,
কখন প্রেমের আহ্বানে শিহরিত হবে চকিত মন ?
১৭/০৬/২০১৭ ইংরেজি
কল্যাণপুর, ঢাকা ।
১২৪ মিনিট