হিংসা করে জ্বলছ অন্ত ক্ষরণে
এ যাতনা যাবে হায় নিখিল প্রয়াণে ।
মিছে কেন কষ্ট পাও বুকের ভেতর
প্রকৃতির নিয়ম মেনে নিলে হবে না কাতর ।
বুদ্ধিতে অনেক চতুর আবার বিচক্ষণতায় বেশ
নিজের সেরাটা দিলে উপকৃত হবে দেশ ।
সৎ কর্ম সৎ সাহস এইতো সেরা সম্পদ
স্বপ্ন ছুঁতে, সম্মুখে চালাতে হবে যুগল পদ ।
দহনে দলিত না হয়ে এসো প্রীতির বন্ধন গড়ি
সমাজের মাঝে ফোটাব ফুল স্বপ্ন সারি সারি ।
উঠবে জেগে পুব আকাশে রবি
কিরণে তলিয়ে যাবে ব্যথার জলছবি ।
১৫/১২/২০১৩ ইং,