প্রত্যুষের প্রেষণে প্রাণ প্রিয়া  
হিত হারিয়ে হিমায়িত হিয়া ।
কোয়াশায়িত কায়ায় কৃত কর্ম
ধরত্রীর ধারায় ধাবমান ধ্যান ধর্ম ।

কিরণের কেলিতে কল্লোতিত কৃষাণ
প্ররোচিত পান্ডিত্যে পিঞ্জর পাষাণ ।
অধরা আলোয় আলেয়ার আল্পনা
সৈবাল সাগরে সাথীর সম্মোহনী সান্তনা ।

নীতির নায়ে নৈরাজ্য, নিপতিত ন্যায়  
বাহ্যিকতায় বিমোহিত বিক্ষিপ্ত  ব্যয় ।
উপরের উদারতায় উপযুক্ততা উপেক্ষিত  
দিকভ্রান্ত দরদী দয়ার দ্বারে দীক্ষিত ।    

০৭:৩০ মিনিট, কল্যাণপুর, ঢাকা ।  
২৪/০৪/২০১৮ ইংরেজি,