তুমি কি আমায় ডেকেছিলে নির্জন দুপুরে ?
তুমি কি আমায় ভেবেছিলে মনের অগোচরে ?
তুমি কি আমায় ডেকেছিলে বিকেলের সোনালি রৌদ্দুরে ?
তুমি কি আমায় ভেবেছিলে পড়ন্ত গোধূলি বেলায় ?
তুমি কি আমায় ডেকেছিলে নিকষ কালো নিশিতে ?
তুমি কি আমায় ভেবেছিলে আবেগী মনের খুশিতে ?
তুমি কি আমায় ডেকেছিলে জোনাক জ্বলা সন্ধ্যায় ?
তুমি কি আমায় ভেবেছিলে মিটি মিটি নক্ষত্রের সামিয়ানায় ?
তুমি কি আমায় ডেকেছিলে সুরেলা আর বাঁশিতে ?
তুমি কি আমায় ভেবেছিলে চাঁদের বাঁকা হাসিতে ?
তুমি কি আমায় ডেকেছিলে জোছনার রূপালি আলোতে ?
তুমি কি আমায় ভেবেছিলে সায়ান্বের সারথিতে ?
তুমি কি আমায় ডেকেছিলে মাঝ রাতের আলাপনে ?
তুমি কি আমায় ভেবেছিলে হাত দুটি ধরবে বলে সঙ্গোপনে ?
তুমি কি আমায় ডেকেছিলে ভোরের কুয়াশায় ?
তুমি কি আমায় ভেবেছিলে প্রভাতের ফেরীর মূর্ছনায় ?
তুমি কি আমায় ডেকেছিলে শীতের সকাল বেলায় ?
তুমি কি আমায় ভেবেছিলে চৈতালি চালায় ?
তুমি কি আমায় ডেকেছিলে সূর্যের কুসুম কিরণে ?
তুমি কি আমায় ভেবেছিলে ফুলেল উদ্যানে ?
তুমি কি আমায় ডেকেছিলে হৃদয়ের গহীনে ?
তুমি কি আমায় ভেবেছিলে একান্ত অন্ত করণে ?
তুমি কি আমায় ডেকেছিলে উদ্দাম হাওয়ায় ?
তুমি কি আমায় ডেকেছিলে সাগরের কিনারায় ?
তুমি কি আমায় ডেকেছিলে নদীর পাড়ে ?
তুমি কি আমায় ডেকেছিলে কাশফুলের ধারে ?
তুমি কি আমায় ডেকেছিলে সবুজের ছায়ায় ?
তুমি কি আমায় ডেকেছিলে ভালোলাগা মায়ায় ?
তুমি কি আমায় ডেকেছিলে পাহাড়ের চূড়ায় ?
তুমি কি আমায় ভেবেছিলে মনের আঙিনায় ?
তুমি কি আমায় ডেকেছিলে সুখের পেয়ালাতে ?
তুমি কি আমায় ভেবেছিলে আপন করে পেতে ?
০১/০৬/২০১৭ ইংরেজি, ১২৫৯ মিনিট
কল্যাণপুর, ঢাকা ।