হৃদয়ের বাশরিতে তুলে সুর
স্বার্থের খেয়ায় গিয়েছ সুদূর
চিনিতে পারিনি হৃদ্য আলাপনে
কি যে ব্যথায় দিন যায় তুমি বিহনে ?
জানবে না বুঝবে না কোন কালে
আবেগী মনের কষ্ট গুলি যায় বিফলে ।
বীণার তার ছিঁড়ে চৌচির কাঠ
শুষ্কতায় জীর্ণ শীর্ণ শ্যামল মাঠ ।
বন্ধ করেছ প্রবাহমান জলের ধারা
জেনে নিও, তুমি হীনা জীবন ছন্নছাড়া ।
হিয়ার হাড়ি শূন্য করে বদ্ধ করেছে দ্বার
ধরিত্রীর বুকে প্রেষণে প্রেষণে অসীম হাহাকার ।
৩১/০৫/২০১৭ ইংরেজি, ৬ঃ০৯ মিনিট,
কল্যাণপুর, ঢাকা ।