ধ্যানে জ্ঞানে মানে যজ্ঞে যে ঋষি
কর্মের কীর্তনে সময়ের হিসাব কষি,
সেই জন সফলে দিয়েছে পাড়ি
অসংখ্য প্রতিকূলতাকে দিয়ে আড়ি ।
মরীচিকার ধোঁকায় হলে দিক ভ্রান্ত
শান্ত পবন হয়ে উঠে পরাক্রান্ত
ইন্দ্রিয়ের আনুকল্যে রঙ্গিন চশমার ফ্রেমে
গন্তব্যের চাকা যেন, না যায় থেমে ।
চেষ্টার তেষ্টা না থাকিলে হায় !
বৃথাই জনম ভবে শূন্যে হারায় ।
দ্বীপ্ত প্রত্যয়ে নৈতিক অনুধ্যায়ে যদি হয় শুরু
উপাখ্যানের শেষে দেখবে তুমিই গুরু ।
১৩ মে ২০১৯ ইং, ৩০ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ, ৭ রমজান ১৪৪০ হিজরী ।
২:২২ মিনিট, সোমবার, কল্যাণপুর, ঢাকা ।