নিপুণ নৈপুণ্যতায় নন্দিতার নান্দনিক নৃত্য
চপলা চন্দনার চিন্তায় চঞ্চল চিত্ত ।
গীতার গলায় গুন গুন গীত
ভূতের ভয়ে ভারসাম্যহীন ভীত ।
অন্বেষণের অপেক্ষায় অধরার অভিলাষ
আবহমান আবেগে আপ্লুত আশ্বাস ।
তটিনীর তটে তপস্বীর তপস্যা তরীতে
ধরার ধারায় ধাবমান ধ্যান ধ্বনিতে ।
রাত ১১টা ৫২ মিনিট, কল্যাণপুর, ঢাকা ।
১৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ, ৩ মার্চ ২০১৯ ইংরেজি ।