মনে হচ্ছে এখনো দেশ প্রেমিক হতে পারিনি
এতো এত্তো লোভের ভেতরে ডুবে থেকে
প্রকৃত দেশ প্রেমিক হওয়া অনেক শক্ত ব্যাপার বটে ।
জন্ম থেকে আজ অবধি দেশ থেকে শুধু নিয়েই চলেছি
আপন আপন স্বার্থের ভিত্তি মজবুত করতে ।
কখনো ভেবেছি কি কর্মভূমি দায়বদ্ধতার কথা ?
দেশ বাসির জন্য সার্থ হীন ভাবে কিছু করার কথা ?
জলাভূমি আজ কেমিক্যালের বর্জ্যে দূষিত
আবাদি জমি ভারি ভারি কারখানায় কুলশিত
নদীতে নেই নাব্যতা, মনে নেই মানবতা
বাতাসে কার্বনের আধিক্য, অন্যায়ের বিরুদ্ধে নেই প্রতিবাদী বাক্য।
ব্যবহার হচ্ছে টেলিপ্রযুক্তি অস্ত্র
এতোটাই স্বাধীন আমরা গায়ে থাকে না বস্ত্র ।
হিতাহিত জ্ঞান রয়ে গেছে হিয়ার ভেতর
অন্যের সুবিধার কে বা রাখে খবর ।
লোলুপ দৃষ্টি পড়ে টাকার পাহাড়ে
অভাগী রাস্তায় ঘুমায় অনাহারে ।
জন্মভূমির স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ
কি করে রাখছি তাদের সেই তাজা রক্তের মান ?
তাদের বুকের স্বপ্ন ছিল সবুজ সোনার বাংলা
এদেশ থেকে নির্মূল হবে হানাদারের হামলা ।
সহমর্মিতার সেই সুর হারিয়েছে অন্ধকার গহ্বরে
টেবিলের ফাইল আজ বন্দি অর্থের বাহুডোরে ।
শত সহস্র শহীদ ভাইদের বিনম্র সালাম
তোমাদের ত্যাগে একটি দেশ একটি পতাকার ছায়া তলে এলাম ।
নষ্ট চিন্তা দুষ্টু অভিনয় দু’টোকেই করি বর্জন
স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর পর কি আমাদের অর্জন ?
তথাকথিত দেশ প্রেমিক হতে পারিনি
তবে, দেশের ক্ষতি হয়, হবে, হচ্ছে এরকম কিছু দেখলে
হৃদয়ে বড় লাগে, প্রতিকারের ভাষা খুঁজি সাগরের বুকে
জানি না তোমাদের ভাষায় একে দেশ প্রেমিক বলে কি না ?
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে মন
জাতি ধর্ম বর্ণ সকলে মিলে চল গড়ি মানবতার বন্ধন ।
বিজয় দিবসে অঙ্গীকার করি
হিংসা বিদ্বেষ হীন সোনার বাংলা গড়ি ।
বিজয় দিবস গত হলে যেন, দেশের দরদ হারিয়ে না যায়
৩৬৫ দিন এ দরদ যেন থাকে, অন্তরের পাতায় ।
১৬ ডিসেম্বর ২০১৫, ২ পৌষ ১৪২২,