নীল আকাশের নীচে বিস্তীর্ণ মরুভূমি
চলার পথ পাল্টে চলে গেছ তুমি ।
বালি ঢেউয়ের উঁচু নিচু প্রান্তর
শুষ্কতায় শুকিয়ে গেছে অন্তর ।
সু-বিশাল মরুর বুকে জীর্ণ তৃণ
সজীবতা হারিয়ে দীনতায় সংকীর্ণ ।
ধূসর ময়দানে আকৃষ্ট হয় না পথিক
যেথায়, চলার পথে রয় না অনুজের দিক ।
বালু ঝড়ে মিলিয়ে যায় আগন্তুকের রেখা
সান্ধ্যের সন্ধি সু-প্রসন্ন হলে মেলে দেখা ।
বৃষ্টির প্রতীক্ষায় প্রহর গুণে ক্লান্ত
বিরহী আবেগ নিভৃতে কেঁদে শান্ত ।
রুক্ষ মরু প্রান্তর করছে হাহাকার
সীমান্তের সমাপ্তি জেনেও নির্বিকার ।
মেঘের চিহ্ন নেই আকাশের বুকে
মরুর প্রান্তরে প্রহর গুনছি শোকে ।