চাপা কষ্টে ভাষা গুলি ছুটি নিয়েছে
চলে গেছে খানিক সময়ের জন্য
দিগন্তের কাছাকাছি নীলের রাজ্যে
থোকা থোকা মেঘের উষ্ণ সম্ভাষণে ।
নিথর বাক শক্তি, কেন্দ্রীভূত ক্ষোভ
আলো আলেয়ায় ধরেনি তো লোভ ।
স্পৃহা লোপে অস্তিত্বের লড়াই
মিছে মিছে শুধু অহমিকার বড়াই ।
অশান্ত মনে দুঃসচিন্তার আনাগোনা
প্রিয়ার চাদরে হয়নি নকশি বুনা ।
শান্তির ছায়া রয় অলক্ষ্যে অধরা
ওপারের পথে হৃদয়ের নিরব সাড়া ।
বুকে জ্বলে লেলিহান শিখা
পুড়ে পুড়ে অঙ্গার নাই তোমার দেখা ।
দিকভ্রান্ত পথিক চলে আনমনে
তোমার বিচরণ বিরহী আবেগী মনে ।
২৭.০৫.২০১৭ ইংরেজি ।
সময়ঃ ১২ঃ২১ মিনিট ।
কল্যাণপুর, ঢাকা ।