প্রতি পদক্ষেপে ছিল ছলনা
ক্ষুণ্ণ করেছ মান বঙ্গ ললনা ।
কি এমন ছিল রূপের বাহার ?
সাদা মনে করলে প্রহার ।
কাদা মাটি শুকিয়ে চৌচির
ভেঙ্গে গেছে সহ্যের প্রাচীর ।
শীতের প্রকোপে জীর্ণ শীর্ণ ভগ্ন মন
বসন্তের প্রতীক্ষায় কাটে উদ্বেল ক্ষণ ।
৩১/০১/২০১৯ ইং, রাত ১ঃ ৫৩ মিনিট ।
ঢাকা ।