কল কল ছল ছল যমুনার ঘোলা জল  
বৈরী স্রোতের তৈরি ঘূর্ণনে চিত্ত দুর্বল ।    
পদ্মার প্লাবনে দক্ষিণের জনপদ  
বানের পানিতে বিলিন সম্পদ ।  

মাছের অবাধ বিচরণ নদী খাল বিল  
শাপলা সালুক ফুটে তারা জিলমিল।        
শরৎ এর সরলতায় বিমোহিত আঁখি
হেমন্তের নেমন্তন্যে উড়ে আসে পাখি।

ভিনদেশি ময়না গায়ে জড়ায় না গয়না  
আপন খেয়ালে ইচ্ছেমত ধরে বায়না।
স্মৃতি রেখে চলে যায় ঝাপ্টিয়ে ডানা
মাঝে মাঝে হৃদ্যিক অনুভুতিতে দেয় হানা ।

অথৈ জলে মাঝির নৌকা ভাসে    
গঙ্গার প্রবাহে নয়া উর্বরী আসে।  
পলির উর্বরতায় যৌবন পায় ভূমি
শস্যের ছড়ায় উজ্জ্বল আবাদি জমি ।


১৪/০৫/২০১৮ ইং, কল্যাণপুর, ঢাকা ।