করোনা করে না যে করুণা
দয়া করে হেঁয়ালি করো না ।
এর ভালোবাসা এতই বেশি
পরস্পরের সংস্পর্শে হয় খুশি ।
বংশ বৃদ্ধিতে অতি নিপুণ
মুহূর্তেই বাড়ে শত গুন,
অতীব সুক্ষ্ণ কণা মেলছে পাখনা
ইউরোপ আমেরিকা যাতায়াতে মানা ।
বাহিরে বেড় হয়ে করো না আমন্ত্রণ
ভেঙ্গে দিবে মজবুত সামাজিক বন্ধন ।
উজানের ও পাশে করোনা আক্রমণ
এর চেয়ে ঢের ভাল বাড়িতেই বিচরণ ।
কার আছে সাধ্য হবে এর অবাধ্য
ঢাল তলোয়ার ছাড়া করবে যুদ্ধ,
অসতর্কতায় বিলিন হবে প্রাণ,
বাঁচতে হলে বাঞ্ছনীয় ঘরে অবস্থান ।
সকাল ৭ টা ৪০ মিনিট,
রবিবার, ২৯ মার্চ ২০২০ ইং, ঢাকা ।