১৯৫২ রক্তের তিলক লেগেছে মাতৃভাষার গায়ে
পশ্চিমাদের ছুড়া বুলেটে তাজা প্রাণে মৃত্যুর ছায়া
রক্তের আলপনায় থকথক করেছে বাংলার রাজপথ
বীর বাঙ্গালীর জীবন বিষর্জনে পুঞ্জিভূত আন্দোলন ।
অঙ্কুরিত হয় দাবি আদায়ের দ্বীপ্ত প্রত্যয়ের
অপূরনীয় ত্যাগে প্রত্যাশা পূর্ণতা পায় ২১,
একুশ একটি চেতনা, একটি গৌরবের নাম,
একুশ মানে মায়ের ভাষার অপর নাম ।
২১শে ভিত্তি স্থাপিত হয় পরবর্তি স্বপ্ন সিঁড়ির,
আত্ম প্রত্যয়ী দামাল ছেলেরা এগোতে থাকে
বুকের ভেতর লালিত স্বপ্ন ছোঁবে বলে,
২১শের চেতনার আবর্তে অধিকার ৭১ ।
৯ গাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ, ২১/০২/২০১৮ ইংরেজি,
রাত ১২:৩৭ মিনিট ।