হিমালয়ের হিমে আটক হীয়া
ঠান্ডায় কাঁপে মুহ্যমান দরদিয়া,
শীতলতার আবেশে সজীবতা আবদ্ধ
বরফের আস্তরে চলার পথ রুদ্ধ ।
আলো আলো লাগে ভালো আচ্ছন্ন সূর্য
অন্ধকারের ঘন ঘটায় বিজলী অপরিহার্য ।
আর্দ্রতায় ঝড়ে যায় সোনালী সুদিন
বার্ধক্যে কড়া নাড়ে অতীতের ঋণ ।
গ্রীষ্মের আহ্বানে উষ্ণতা দেয় হানা
মোহিত বরফের হিমবাহে তখন যেতে মানা ।
মায়াময় বরফের আস্তর ভেঙ্গে গেলে
আপ্লূত আবেগে অন্তর দোলে ।
১৪ নভেম্বর ২০১৮ ইং, বুধবার রাত ২ টা ৫ মিনিট ।