অনিয়মের জালে বন্দি
দুষ্টের সাথে করে সন্ধি
আয়েশি ভাবে জীবন যাপন
মানবতা বোধ দিয়ে বিসর্জন।

এই কি জীবনের মাহাত্ম্য ?
জীবে প্রেম কি অনর্থ ?
অপরের ব্যথায় যে মনে হয় না জারণ
হবে কি শেষ বেলাতে তার উত্তরণ ?

আর কতকাল এই ভীরু পথ চলা ?
হজম করা বিদগ্ধ কথা গুলি অন্তরে কাঁদে সারাবেলা।
চেতনার ঐ আবদ্ধ জানালা উন্মোচিত কর এবার
সমস্বরে সাম্যের জয় গান ধ্বনিত হোক আবার।

করবে না কেউ অনৈতিক চিন্তা মেধা ও মননে
অন্যায়ের প্রতিবাদে অবতীর্ণ হবে শান্তির সনে।
দক্ষ ব্যক্তির পদায়নে দূর হবে অযাচিত কর্মের লেশ  
দেশাত্মবোধে উজ্জীবিত প্রজন্ম গড়বে সুন্দর দেশ।



রচনাকাল ১৪/১০/২০২২ সন্ধ্যা ৭:৩০ মিনিট হইতে ১৬/১০/২০২২ ইংরেজি সন্ধ্যা ৬:৫৩ মিনিট পর্যন্ত।
শ্যামলী, ম্যারীগোল্ড ইন্টারন্যাশনাল স্কুল এ লেখা শুরু আর শেষ হয় শ্যামলী বাস কাউন্টারে (আরাফাত ক্যারেজ ওয়েজ)।