হৃদয় দিয়েছি সঁপে
নিক্তিতে নিও মেপে
পাবে প্রতিটি হৃদ স্পন্দনে
সদা সর্বদা নিশিত জাগরণে ।
উপলব্ধিতে মিশে থাকব
রঙ্গিন ফ্রেমে ছবি আঁকব
পেন্সিলের আলতো ছোঁয়ায়
তৃণভূমে মনের আঙিনায় ।
না বাসলে ভালবেসো না
ভালোবাসায় দেয়াল দিয়ো না ।
ইচ্ছে হলে যাও তুমি বিত্তের ঘরে
আমি স্বাধীন পরে রব চিত্তের নীড়ে ।
৩০/০৫/২০১৭ ইংরেজি, ১১:৪৮ মিনিট
কল্যাণপুর, ঢাকা ।