নন্দিতা নন্দিনীর নয়নে ছল ছল জল
উপারেতে গঙ্গার জল করছে টলমল,
আড়ষ্টতায় কাতর কন্ঠে প্রিয়ার বচন
অভিমানের শব্দ জালে অন্তরের ছেদন ।
বিমোহিত হৃদয়ে অকস্মাৎ কালো মেঘের ঘনঘটা
তরঙ্গ বানে হৃদ্য সম্পর্কে নান্দনিক শব্দের ঝাঁটা ।
অনুভবের আবেশে চিত্তের চিন্তা বুঝানো যে দায়
আত্ম উপলব্ধিতে নিরবে যে নিজেকে হারায় ।
জীবন ছন্দের মাঝে তৈরি করে দ্বন্দ্ব
সুখ পাখি দূরে ঠেলে হয় নিরানন্দ ।
কৃত্রিম বেদনায় হৃদয়ের যাতনায় কষ্টের বীজ বুনে
অস্থির চিত্তে স্বপ্নিল মায়াজালে সোনালি প্রহর গুণে ।
রাঙ্গা পরী রাঙ্গিয়ে মন নির্বিঘ্নে গড়ে আপন ভুবন
প্রচার প্ররোচনায় করে না কালক্ষেপণ ।
আগামীর ডাকে হৃদকম্পন সুখে প্রত্যয়ী চিত্ত
জগত জোড়ে পাবে কি ভালোবাসার চেয়ে কোন বিত্ত ?
৩০/১০/২০১৯ ইং, ১:৫৩ মিনিট, বুধ বার,
শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা ।