চাঁদের বুড়ি বসে আছে হাত পা  গুটিয়ে    
গল্পের  খোরাক হয়ে আবদার দিচ্ছে মিটিয়ে ।  

রাতের দ্রুব তারা হাসে মিটি মিটি
মায়ের কোলে ছোট বাবু করে ছুটা ছুটি ।    

খোকন সোনা জেদ ধরেছে যাবে বুড়ির ঘরে
দেখবে যেয়ে, পাক্ষিকে সে লুকিয়ে থাকে একলা কেমন করে ?  

ধারের আলোয় চলে তার কক্ষ পথের খেলা  
ধারে ধারে পূর্ণ হয় পূর্ণিমার বেলা ।

অন্ধকারের আচ্ছন্নতায় হারায় পূর্ণিমার আলো
নীল আকাশ হয়ে যায় নিকষ কালো ।

আবার অপেক্ষা সূর্যের আলোয় ভরাবে তার দেহ
রাতের আকাশ উদ্ভাসিত হবে, জাগাবে মনে ভালোবাসার মোহ ।  


১৭/০৭/২০১৪ ইংরেজি,