প্রেমে ঐ যাত্রীর নাও ডুবু ডুবু
অন্তরের অনলে যে পোড়েনি কভু ।
আগুনে পোড়ে খাঁটি হয় সোনা
মোহের টানে মন মানে না মানা ।
অনুভুতি ঠাসা থাকে স্মৃতির দেয়ালে
বেহায়া মন ছুঁটে চলে আপন খেয়ালে ।
সম্মুখে আলেয়ার জ্বলন্ত আগুন,
তবু, রঙ্গিন চশমায় দেখে ফাগুণ ।
ইচ্ছে ঘুড়ীতে আলো নিভু নিভু
হারানো হিয়া পাওয়া যায় কভু?
অনন্তের পথে গতিময় জীবন
নিরবে বাড়ে অন্তরের পীড়ন ।
অনলে পোড়া বন্ধন হৃদয় সিক্ত
দূরত্ব বাড়লেও ভালোবাসা থাকে সুপ্ত ।
কলমের কালিতে চোখের অশ্রু ঝরে
ধ্বমনীর বাড়িতে হারানো সুর মনে পরে ।
২০ জুলাই ২০১৮, ৫ শ্রাবণ ১৪২৫, ৬ জিলকদ ১৪৩৯,
কল্যাণপুর, ঢাকা ।